গত ৭ অক্টোবর ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শনী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো: রমজান আলী,ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও ছাত্র সগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।