সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সংস্কৃতি খাতে বহুদিনের জমে থাকা সমস্যাগুলো একটি অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। তবে তিনি আশ্বাস দিয়েছেন, কিছু বড় সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ সরকারের জন্য একটি দিকনির্দেশনা রেখে যাবেন।

চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্কৃতি খাতের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে ফারুকী বলেন, “আমাদের উন্নয়নের দর্শন এখন দালানকেন্দ্রিক। দালান বানানো হয়, কিন্তু এর ভেতরে কী হবে—সে বিষয়ে তেমন ভাবনা নেই। দেশে অনেক জায়গায় বড় অডিটোরিয়াম তৈরি করা হলেও সেগুলোর ব্যবহার অত্যন্ত সীমিত।”

শিল্পকলার পাঠ্যসূচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফারুকী বলেন, “আমাদের অঞ্চলে সংগীতের যে বৈচিত্র্য রয়েছে, তা আমরা যথাযথভাবে ব্যবহার করিনি বা বিশ্ব দরবারে উপস্থাপন করিনি।”

চট্টগ্রামের ব্যান্ড সংগীত প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের রক মিউজিকে চট্টগ্রামের অবদান বিশাল, অথচ চট্টগ্রামের শিল্পকলার সঙ্গে রক মিউজিকের কোনো সংযোগ নেই। কেন ব্যান্ড সংগীতের শিল্পীরা শিল্পকলাকে নিজের জায়গা ভাবতে পারেননি, সেটি আমাদের ব্যর্থতা।”

তিনি জানান, আগামী দুই-তিন মাসের মধ্যে সংগীত খাতে কিছু প্রকল্প শুরু হবে। একইসঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। “যাওয়ার আগে আমি আমার অভিজ্ঞতা পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে তুলে দেব,”— বলেন তিনি।

‘নতুন কুঁড়ি’ পুনরায় চালুর পরিকল্পনাবাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় শিশু-কিশোর অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ফারুকী। তিনি বলেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়ে একমত। এই অনুষ্ঠান এক সময় শিশুদের মধ্যে সাংস্কৃতিক চর্চার জোয়ার তুলেছিল। সেটি আবার ফিরিয়ে আনার সময় এসেছে।”

জিয়া স্মৃতি জাদুঘর হবে আধুনিক মিউজিয়ামজিয়া স্মৃতি জাদুঘরকে আধুনিক ও পূর্ণাঙ্গ একটি জাদুঘরে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, “প্রতিষ্ঠানটি অনেকদিন ধরে নিষ্ক্রিয় ছিল। আমরা এর জন্য বাজেট দ্বিগুণ করেছি এবং এখন এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরের কাজ করছি।”

এই প্রকল্পে একজন অভিজ্ঞ কিউরেটর এবং একটি গবেষণা টিম কাজ করবে জানিয়ে ফারুকী বলেন, “জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, কালুরঘাট বেতার কেন্দ্রের ঘটনা, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান—সবকিছু সঠিকভাবে উপস্থাপন করতে আমরা প্রফেশনাল টিম গঠন করছি।”

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে সংস্কৃতি উপদেষ্টা জেলা শিল্পকলা একাডেমি, মুসলিম ইনস্টিটিউট, জাতিতাত্ত্বিক জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।