মাগুরা সংবাদদাতা : বিচার বিভাগ ও গনতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা ইউনিট। মঙ্গলবার সকালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত গ্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড, রোকনুজ্জামান খান, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড, শাহেদ হাসান টগর, এড, কাজী মিনহাজ,এড, কবিরুল ইসলাম, এড, ফারহানা পারভিন বিউটি প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বিচার বিভাগ ও গনতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ