টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। সোমবার রাত ৩ টার দিকে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ লতিফা বেগম (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটক হওয়া নারী ওই গ্রামের সিদ্দিকুর রহমান বেপারীর স্ত্রী। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান- গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লতিফা বেগমের বসত ঘরের আলমারীর ভেতর থেকে ৯৭ পিছ ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।
গ্রাম-গঞ্জ-শহর
টঙ্গীবাড়ীতে নারী মাদক ব্যবসায়ী আটক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।