মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার সংলগ্ন লিচু বাগানে এবং পরবর্তীতে ইছাখাদা পুরাতন বাজার ইউনিয়ন পরিষদ ভবনের বিপরীত পাশে আয়োজিত “জিআই পণ্য ‘মাগুরার হাজরাপুরী লিচু’ প্রচারণা ও মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান” ও “লিচু মেলা ২০২৫” অনুষ্ঠিত হয়। শনিবার সকালে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার, মিনা মাহমুদা বিপিএম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, স্থানীয় উদ্যোক্তা জেনিস ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ হাসিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাগুরার হাজরাপুরী লিচু” ২৪ এপ্রিল ২০২৫ তারিখে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন লাভ করেছে। এটি মাগুরাবাসীর জন্য গর্বের বিষয় এবং কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি মাইলফলক।

তিনি আরও বলেন যে, জিআই সনদ একটি পণ্যের স্বাতন্ত্র্য ও গুণগত মানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। এর ফলে ‘হাজরাপুরী লিচু’ পণ্যের বাজারমূল্য ও চাহিদা বৃদ্ধি পাবে, কৃষকের আয় বাড়বে এবং বিদেশী বাজারেও রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে ব্র্যান্ডিং, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং রপ্তানির জন্য একটি পূর্ণাঙ্গ ‘হাজরাপুরী লিচু’ ভ্যালু চেইন গড়ে তোলা হবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।