কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : এক সময় সাতক্ষীরার কালিগঞ্জে গ্রামের মেঠো প্থ সহ বিভিন্ন সড়ক পথে দুরদুরন্তে যাতায়াতের জন্য ব্যবহার করত গ্রাম-গঞ্জ থেকে হারিয়ে যাওয়া বাইসাইকেল চালিত হেলিকপ্টার। বাই সাইকেলের পিছনে অর্থাৎ ক্যারিয়ারের উপর বসার জন্য গদি বেঁধে যাত্রী বহন করত তাই সেই সময় স্থানীয় গ্রাম-গঞ্জের মানুষেরা বাহনটির নাম দেয় হেলিকপ্টর। হেলিকপ্টারের নাম শুনলে এখনকার মানুষেরা মনে করে আকাশ পথে চলে হেলিকপ্টার। এখনকার ছেলে-মেয়েরা অনেক সময় বাই সাইকেলের এ ধরনের বাহনকে হেলিকপ্টার বললে কেউ তা বিশ্বাস করতে চায় না। সাতক্ষীরা অঞ্চলে বৃটিশ আমল থেকে বাই সাইকেল একটি অন্যতম বাহন হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। স্বাধীনতার উত্তরকাল থেকে কালিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে বিশেষ করে প্রত্যন্তাঞ্চলে যাতায়াতের জন্য বাইসাইকেলে হেলিকপ্টার সার্ভিস বাণিজ্যিক ভিত্তিতে চালু হয়েছে (সাইকেলের ক্যারিয়ারে গদি লাগিয়ে যাত্রী বহন করা হয়, যা এ অঞ্চলে হেলিকপ্টার নামে পরিচিত)। এ ছাড়া সাতক্ষীরা জেলা শহরে মাইক্রোবাস, বেবী ট্যাক্সী, রিকশা এবং গ্রামাঞ্চলে গরুর গাড়ী, ভ্যান, সাইকেল, হেলিকপ্টার ইত্যাদি যাতায়াতের একমাত্র মাধ্যম।