DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে বিক্ষোভ ॥ পুলিশী তৎপরতা জোরদার ডুমুরিয়া

ডুমুরিয়ায় হরি নদী থেকে জিয়াউর রহমান জিয়া (৪৫) নামের এক প্রবাসী ব্যক্তির ক্ষত-বিক্ষত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ডুমুরিয়া-অভয়নগর সীমান্তের হরি নদী থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে ডুমুরিয়া থানা পুলিশ।নিহত জিয়াউর রহমান জিয়া ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামের খবির উদ্দিন মোড়লের ছেলে।

Printed Edition
Default Image - DS

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা: ডুমুরিয়ায় হরি নদী থেকে জিয়াউর রহমান জিয়া (৪৫) নামের এক প্রবাসী ব্যক্তির ক্ষত-বিক্ষত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ডুমুরিয়া-অভয়নগর সীমান্তের হরি নদী থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে ডুমুরিয়া থানা পুলিশ।নিহত জিয়াউর রহমান জিয়া ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামের খবির উদ্দিন মোড়লের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চেঁচুড়ি গ্রামের জিয়াউর রহমান জিয়া (৪৫) একজন ইরাক প্রবাসী।

এক বছর আগে তিনি বাড়িতে আসেন। গত দুই মাস ধরে চাচাত ভাই লিটন মোড়লের সাথে মাছের ব্যবসা শুরু করেন। নিহত জিয়াউর রহমানের ছেলে রাতুল জানায়, চেঁচুড়ি বকুলতলা থেকে শুক্রবার সন্ধ্যায় ইফতার করে বাড়ি এসে ভাত খায়। এরপর একজনের ফোন পেয়ে আবার আমার আব্বু বেরিয়ে যান। তারপর আর ফিরে আসেননি।

পুলিশ জানায়, চাইনিজকুড়াল দিয়ে জিযাউর রহমান কে কুপিয়ে হত্যা করা হতে পারে। দুটি বিষয়কে কেন্দ্র করে হত্যার মোটিভ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। একজন অপরিচিত লোক জিয়ার সাথে চলাফেরা করছিল।

পেছনের রহস্য উদঘাটন করা হচ্ছে। অপরাধীদের ধরার জন্য পুলিশী তৎপর রয়েছেন।

এ প্রসংগে থানা ওসি মাসুদ রানা বলেন, লাশটি ময়না তদন্তের জন্য সুরোতহাল প্রতিবেদন পূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে জিজ্ঞাসা বাদের জন্য নিহতের সহদর রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

দিরাই

রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলীর ঘটনা ঘটেছে। এতে গুলীবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত দুই দিন আগে ব্যাক্তিগত একটি জায়গা বিক্রিকে কেন্দ্র করে রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষ শূন্য অবস্থায় আছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শৈলকুপা

ঝিনাইদহের শৈলকুপায় মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে জমাজমি নিয়ে বিরোধর সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাদ্দাম হোসেনকে ঢাকা রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, ঠান্ডু মোল্লা জনৈক ঠেকারি বালার নিকট থেকে প্রায় ১০ বছর পূর্বে থেকে একটি জমি ক্রয় করে, ঐ গ্রামের নিকবার শেখ ও ঠেকারি বালার ছেলের নিকট থেকে ক্রয় করে, একই জমি দুইজন ক্রয় করা এবং পরস্পরের বিরোধী দলের দুজন হয় বহুদিন ধরে, রেষারেষি চলে আসছিল।

বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা গ্রামে মাদক নির্মূলে গঠিত মহদিকোনা সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তাদের অভিযোগ, মাদকসেবনের সময় এক মাদকসেবীকে ধরে পুলিশে সোপর্দ করায় মাদকসেবীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় কমিটির ৮-৯ জন সদস্য আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলেও সদস্য সুমন আহমদের অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার (০৩ মার্চ) রাতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন মঙ্গলবার (০৪ মার্চ) থানায় মামলা হলেও মূল আসামিরা এখনও অধরা। এতে কমিটির সদস্যরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তবে পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে তারা অভিযান চালাচ্ছেন।

জামালপুর

জামালপুর সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদা বাজির অভিযোগে বিএনপির তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ৭ মার্চ রাত ৯টার দিকে জামালপুর সদরের মেষ্টা উইনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাজিপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া(৪৫), মঈনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩) ও মো. নজরুল ইসলামের ছেলে মো. ফরহান (৪২)। তারা তিনজনই একই এলাকার বাসিন্দা। পলাশ মিয়া মেষ্টা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য, মো. ফারহান ও সিরাজুল ইসলাম ইউনিয়ন বিএনপির কর্মী।

রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) রাত আড়াইটার সময় উপজেলার রুপসী সিটিমিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭) সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১), মুল্লুকচান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)। এসময় তাদের সাথে থাকা (ঢাকা মেট্রো- গ -৩৩-৮৬৮১) একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় পিতাকে কুপিয়ে হত্যা করেছে পুত্র। শনিবার ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৪২) পাতিবিলা গ্রামের আলী বকশোর ছেলে। চৌগাছা থানার পুলিশ বলছে,পুত্র রোমেন গ্রেফতার না হওয়া পর্যন্ত হত্যার কারণ জানা যাবে না।

শরিফুল ইসলামের ভাই শফিকুল ইসলাম জানান শরিফুল শনিবার ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হয়। এসময় ছেলে রোমেন হোসেন (২১) পিতা শরিফুল ইসলাকে ধারাল গাছি ‘দা’ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে শরিফুল ইসলাম ডাক চিৎকার করলে শরিফুলের স্ত্রী হাসিনা বেগমও চিৎকার করতে থাকে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে রোমেন পালিয়ে যায়। পরে আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঁথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদের দক্ষিণ পাশের সরকারি পুকুর থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলীর নেতৃত্বে মাছ চুরি করার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা পরিষদ এর দক্ষিণ পাশে একটি সরকারি পুকুর আছে। পুকুরটি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রণে আছে। পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলীর নেতৃত্বে ৭ মার্চ ভোররাতে মাছ চুরি করার সময় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ এবং ২ জন পালিয়ে যায়।

জুড়ী (মৌলভীবাজার)

মৌলভীবাজার জেলার জুড়ীতে এক কুখ্যাত ডাকাত কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ওই ডাকাত কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৯)। তার বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরির ৩টি মামলা রয়েছে।

জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জের সীমান্তবর্তী কাউনিয়ার চর এলাকায় যাত্রী সেজে চালককে পিটিয়ে আহত করে অটো ভ্যান ছিনতায়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া অটো ভ্যানটি পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অটো ভ্যান চুরির সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ৬ মার্চ ভোর বেলা বকশীগঞ্জের পলাশতোলা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। এই চক্রের সঙ্গে জড়িত মামুন (২৭) ও জাকিরুল (২৫) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

সরিষাবাড়ী

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ২ সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে জখন ও আতাউর রহমান বিপুল মিয়াকে হাত পা কেটে

বিচ্ছিন্ন করে হত্যার মামলার প্রধান আসামী আসাদুজ্জামান আপেল (৪০) কে নিয়ে হত্যার অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

রংপুর

র‌্যাব-১৩ রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ভোকরামপুর (পাঁচমাইল) এলাকা থেকে প্রায় ২১১ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে।

র‌্যাব-১৩’ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোহাম্মদ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সুত্রে খব পেয়ে র‌্যাবের একটি দল গত বুধবার রংপুর নগরীর তাজহাট থানার ভোকরামপুর (পাঁচমাইল) এলাকায় অভিযান পরিচালনা করে আটক মাদক কারবারীর মোটর সাইকেল তল্লাশী করে ২১১ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আরামবাগএলাকার মৃত আব্দুল মতিনের ছেলে নূর হোসেন ওরফে হোসেন আলীকে (৫২) গ্রেফতার করে। পরে আটক মাদক কারবারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর

সারাদেশে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে ক্লাবের সামনে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সম্প্রতি ফরিদপুর ও মাগুরায় শিশু ধর্ষনসহ বিভিন্ন জেলা এই সকল অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নিরব হাসান শান্ত, সানজিদা রহমান সমতা, কাশফিয়া ইকবাল ফারি, আশরাফুল তাসিম।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, বিচারহীনতার কালো অধ্যায় শেষ করতে হবে, নারীর প্রতি সহিংসতা মানে সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ - এমন নানা দাবি ও স্লোগান কে সমানে রেখে মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ।

এসময় তারা পৌর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ আয়োজিত কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রকিবুল ইসলাম, শাকিব,মোঃ অনিক হোসেন,মোঃ সাব্বির ইসলাম সিয়াম, মোঃ আতিকুল ইসলাম আতিক, মোঃ সোহাগ চৌধুরী, দেওয়ান সাইফুল ইসলাম, সুলতান, ফিরোজ আহমেদ, আসাদ, সুলতান খান প্রমুখ।

উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাবা ও হিরোইনসহ রেজাউল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াই টায় উপজেলার ধামশ্রণী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রেজাউল করিম ওই এলাকার আলমাস ব্যাপারীর ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ধামশ্রণী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ৩২ পিস ইয়াবা ও ছয় গ্রাম হিরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত আসামিকে উলিপুর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (০৮ মার্চ) সকালে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় অ্যাডভোকেট কামরুজ্জামান রানা মুন্সি (৪৮) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৭ মার্চ) রাত ৯টায় উপজেলার কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানা মুন্সি ওই ইউনিয়নের কর্পূরা মুন্সিপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নিকট স্মারকলিপি দেন তারা। সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে স্থানীয় মসজিদের সামনে মানববন্ধনে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হানিফ মিয়া, আবুল খায়ের, বাচ্চু মিয়া, আবদুল কাদের, মোস্তফা মিয়া, নুর আমিন, আবদুর রহমান, আবদুল গফুর, জিয়াউল হক, আনোয়ার হোসেন, আয়েশা বেগম, ফিরোজা বেগম, ছাদেক মিয়া, মোঃ ইউনুছ, জয়নাল আবেদীন, ছাদেক মিয়া, আরাফাত হোসেন, হোসেন মিস্ত্রী, আবু তাহের, শাহীন আহমেদসহ এলাকার বয়োবৃদ্ধ, যুব সমাজ ও নারী-শিশু।