বরিশাল চকবাজার রোডস্থ বিউটি সিনেমা হলের জমির পৃথক ভুয়া দলিল পূর্বক ভূমিদস্যু কাজী মফিজুল ইসলাম কামাল ওরফে কে কে কামালের ছত্রছায়ায় তার তিন সহযোগী মো. আবুল হাসান কুদ্দুস, কালাম মল্লিক ও রাকিব মল্লিক কূটকৌশলে মালিক হতে চায়। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল চকবাজার বিউটি রোডের বাসিন্দা সৈয়দ জুলফিকার উদ্দিন চৌধুরীর ছেলে সৈয়দ আশিক চৌধুরী। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন আশিক চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী।
তিনি বলেন, আদালতে কাজী মফিজুল ইসলাম কামালের দায়েরকৃত মামলায় বিবাদির পক্ষে বিচারক রায় দেয়। রায়ের দুই মাস পর জমিতে ভবন সংস্কারের কাজ শুরু করে। কিন্তু প্রতিপক্ষ কাজী মফিজুল ইসলাম কামাল ওরফে কে কে কামালের পালিত ক্যাডার মো. আবুল হাসান কুদ্দুস ও কালাম মল্লিক সহ তাদের দুই পুত্র ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম ও রাকিব মল্লিক সহ প্রায় ১৫/২০ জন ওই সংস্কার কাজে বাঁধা দেয়। জমির সাইনবোর্ড ভেঙ্গে উলটো আমাকে আসামি করে চলতি বছরের ২০ মে রাকিব মল্লিক বাদি হয়ে বরিশাল মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক বরিশাল কোতয়ালী মডেল থানায় ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। প্রতিপক্ষের হামলা মামলার রোষানলে আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার পাশাপাশি মানবেতর জীবন যাপন করছে।