ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি মুদিখানার দোকান থেকে পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ঝিনাইদহ বন বিভাগের সহকারী পরিচালক মো. মুনতাজুর রহমান এবং হরিণাকুন্ডু থানার এসআই মো. আল ইমরান উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) বলেন, সরকারের পলিথিন ব্যাগ নিষিদ্ধের নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।