চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গায় মাঠ দিবসে স্বল্পমেয়াদী আমন ধানের চাষাবাদের গুরুত্ব তুলে ধরা হয়। সম্প্রতি বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জর আয়োজনে ও সদও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং রাজস্ব খাতের অর্থায়নে খরা সহিষ্ণু, উচ্চ ফলনশীল, স্বল্পমেয়াদী আমন ধানের জাত বিনাধান-১৭ চাষাবাদ ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মোঃ হোসেন আলী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. শামসুন্ন্াহার। পরে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মোঃ আজাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ বিষয়ক মাঠ দিবস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গায় মাঠ দিবসে স্বল্পমেয়াদী আমন ধানের চাষাবাদের গুরুত্ব তুলে ধরা হয়
Printed Edition