চট্টগ্রাম নগরী ও জেলার পৃথকস্থানে ছুরিকাঘাত ও গুলীতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানার এনায়েতবাজারের গোয়ালপাড়া এলাকায় এবং রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা গ্রামে এ দু’টি হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পাওনা টাকা নিয়ে বিরোধে মোবাইল মেকানিক খুন : পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোয়ালপাড়ার আকাশ ঘোষ (২৬) ছুরিকাঘাতে নিহত হন। স্থানীয় বাসিন্দা আকাশ ঘোষ পেশায় মোবাইল ফোন মেকানিক ছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, সানি নামে এক যুবকের মোবাইল ফোন মেরামত করেছিলেন আকাশ। বকেয়া টাকা পরিশোধকে কেন্দ্র করে রাতেই তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সানি ও তার সমবয়সী কয়েকজন আকাশকে মারধর করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, “পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।”
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলী করে হত্যা : অন্যদিকে একই রাতে রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা গ্রাম থেকে গুলীবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি আবদুল মান্নান (৪০), সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অন্ধকার নির্জন সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তার পাশে একটি মোটরসাইকেলও পাওয়া যায়।