গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদীতে পৌর যুব দলের সদস্য সচিব গোলাম মাহতাব কে পুলিশ মাদকসহ গ্রেফতার করেছে।
জানা যায়, পৌরসভার সুন্দরদী এলাকায় মাদক ব্যবসায়ী ফরিদ সরদারের ঘরে দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিক্রয় চলে আসছে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলা প্রশাসন থানা পুলিশ যৌথ অভিযানে পৌর যুব দলের সদস্য সচিব মোহাম্মদ গোলাম মাহতাব কে মাদক সহ হাতে নাতে আটক করে।
একটি সূত্রে জানায়, গত রবিবার ফরিদ সরদারের ঘরে গাজা সেবনের আড্ডা বসে এ সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ অভিযানে নামেন রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার মোঃ মেহেদি হাসান এ সময় যুব দলের নেতাকে হাতেনাতে গ্রেফতার ও মাদক বিক্রেতা মোহাম্মদ ফরিদ সরদারের ঘর থেকে ৩ পিস ইয়াবা সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম আদি আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার সুন্দরদী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু যুবক মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে গত কাল রাতে এ অভিযান চালিয়ে মাহতাবকে আটক করা হয় এ সময় অন্যরা মুহূর্তে পালিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান যুবদল নেতা মাহতাব কে মাদক সহ আটক করা হয়েছে, এব্যাপারে পুলিশের এস আই মোহাম্মদ জুয়েল হাওলাদার বাদি হয় একটি মাদক মামলা দায়ের করেন, সোমবার সকালে পুলিশ আটক যুব দল নেতাকে আদালতে সোপর্দ করেছেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন বললেন, আমি শুনেছি মাহাতাব আটক হয়েছে সে যদি মাদকাসক্ত হয়, দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বিএনপি কোন মাদক সেবনকারীকে আশ্রয় দেয় না।