নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে বসত ঘরের সামনে কচুবাগানের মধ্যে ফেলে রাখা গলায় ওড়না পেচানো অবস্থায় সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ওই গৃহবধূর স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি সালমাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তার স্বামী শহিদুল হত্যা করে পালিয়েছে। শুক্রবার (১৩ জুন) উপজেলার গাছবাড়িয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।অভিযুক্ত শহিদুল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের সালাম মোল্যার ছেলে। নিহত সালমা আক্তার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা
গ্রাম-গঞ্জ-শহর
নড়াইলে গৃহবধূর লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে বসত ঘরের সামনে কচুবাগানের মধ্যে ফেলে রাখা গলায় ওড়না পেচানো অবস্থায় সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ওই গৃহবধূর