লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে পণ্যে সঠিক মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে আউটলুকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

বৃহস্পতিবার দুপুরে আউটলুক শপিংমলে অভিযানে দোকানে সঠিক মূল তালিকা বিহীন পণ্য রাখার প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়।

এছাড়া বর্তমানে ৭০ শতাংশ ডিস্কাউন্ট চালু রাখার বিষয়ে প্রতিষ্ঠানকে সঠিক ব্যাখ্যা দিতে জেলা অফিসে তলব করা হয়েছে।

সহকারী পরিচালক নুর হোসেন বলেন, “আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, সেজন্য শপিংমল মালিকদের সচেতন থাকতে হবে। পুনরায় এ ধরনের অপরাধ ধরা পড়লে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতে বাজারগুলোতেও একই ধরনের অভিযান চালানো হবে।