বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে বাগমারা হাজী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাগমারা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতের মনোনীত প্রার্র্থী ডাঃ আব্দুল বারী সরদার।

হাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল খালেক। বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটার সহকারী অধ্যাপক আলহাজ্ব অহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল আলম আল হাসানী।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাওলানা আঃ সামাদ, মাওলানা শফিউদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাস্টার আনিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম মডি ও অন্যান্য আলোচকবৃন্দ।