সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় বৈরী আবহাওয়ার মধ্যেও ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। সম্প্রতি সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আহবানে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনর সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, তালা উপজেলার শাখার সভাপতি নুরে আযম, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আনিস খোকন, কলারোয়া উপজেলা শাখার সভাপতি সেলিমুজ জামান, আশাশুনি উপজেলা শাখার সভাপতি সাইফুল্ল াহ হাবিব, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। কিন্তু তারা এখনো অবহেলিত। সরকারি স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদা না পেয়ে তারা ক্ষুব্ধ ও হতাশ।

বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেট প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতা গ্রেড প্রধানসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।