চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফ্রিপোর্ট মোড়ে সড়ক অবরোধ করেছেন। এতে ব্যস্ততম ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।

গতকাল সোমবার দুপুর ২টা থেকে এম এস মোডেস্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শত শত শ্রমিক সড়কে নেমে আসেন। তাদের অভিযোগ, পবিত্র ঈদুল ফিতরের বোনাস এখনও দেয়া হয়নি, এমনকি মে মাসের অর্ধেক অতিক্রম করলেও এপ্রিল মাসের বেতনও বাকি রয়েছে। বারবার আশ্বাস দিয়েও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিকরা জানান, সকালে কারখানার সামনেই প্রথমে বিক্ষোভ শুরু করেন তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া না দেখানোয় পরবর্তীতে তারা সিইপিজেড থেকে বের হয়ে প্রধান সড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। তারা বলছেন, বকেয়া বেতন ও বোনাস পরিশোধের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।