গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারের শাজাহান আলী অবৈধভাবে ১৭৪ বস্তা রাসায়নিক সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত নয়টার দিকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে উপজেলার দেওপুরা বাজারে মেসার্স সাজাহান ট্রেডার্স-এর একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জাকির মুন্সী অভিযান পরিচালনা করেন এবং মোবাইল মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।
অভিযানে মেসার্স শাজাহান ট্রেডার্স-এর প্রোপ্রাইটর শাহজাহান আলীর গোডাউন থেকে মজুদকৃত ৩৯ বস্তা উঅচ, ৪৫ বস্তা ইউরিয়া, ৮৮ বস্তা গঙচ সর্বমোট ১৭৪ বস্তা সার জব্দ করা হয়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(০২) ধারা অনুযায়ী মালিকপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।