টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অধ্যাপক এবিএম ফজলুল করিম শর্ট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শৃঙ্খলা, সহনশীলতা ও ন্যায্য প্রতিযোগিতার শিক্ষা দেয়। জয়ী দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা হোক। পরাজিত দলের উদ্দেশ্যে তিনি বলেন, হার শেখার একটি সুযোগ-এই অভিজ্ঞতা আগামী দিনের শক্তি হয়ে উঠবে।

তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ; খেলোয়াড় সুলভ আচরণ ও পারস্পরিক সম্মান বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মুহাঃ ইকবাল হুসাইন, যশলং ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ তাহজীব, সেক্রেটারি শাকিল মোল্লাসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকবৃন্দ।