জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে মার্চ ফর জাস্টিস পদযাত্রা করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। সম্প্রতি আদালত চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা ইউনিটের সাবেক সভাপতি আবু মো. সোয়েম।

এতে বক্তৃতা দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো, আইনজীবী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আসাদুজ্জামান মিশন প্রমূখ। সমাবেশে সঞ্চালনা করেন আইনজীবী ফোরামের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব।