গ্রাম-গঞ্জ-শহর
অমর একুশে ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে নগর জামায়াতে সেক্রেটারি মু.মাহবুবর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযুদ্ধা আব্দুস সাত্তার।এসময় বক্তব্য রাখেন মহানগরী জামায়াতে নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সহকারী সেক্রেটারি যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা,মহানগর জামায়াতের কর্মপরিষদ, অধ্যাপক মজিবুর রহমান, কাজী নজীর আহম্মেদ, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ,মফিজুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা ও প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। ২১ ফেব্রুয়ারি সকাল দশটায় প্রেস ক্লাবের ৯ম তলায় জুলাই বিপ্লব স্মৃতি হলে উপর্যুক্ত সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা ও প্রদর্শনীতে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উপর্যুক্ত অনুষ্ঠানে শ্রমিকজনতা ও নগরবাসীকে অংশগ্রহণের দাওয়াত দিয়েছেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
পাশাপাশি কল্যাণ প্রকাশনীর প্রকাশনা প্রদর্শনী শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। ইসলামী শ্রমনীতি সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে বলে আমাদের প্রত্যাশা। সর্বোপরি উপর্যুক্ত আয়োজনে শ্রমিকজনতাসহ নগরবাসীর প্রতি আমাদের সংগ্রামী দাওয়াত ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
তালা (সাতক্ষীরা) তালায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে যুব জামায়াতের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে একুশের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। তালা পুরাতন হাই স্কুল মাঠ থেকে শুরু করে র্যালীটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাক বাংলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে মোস্তাফিজুর রহমান রেন্টুর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলারোয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, ০৭ নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল হক , কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইাসলাম, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ও সাবেক জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, খলিলনগর ইউনিয়ন আমীর মোঃ আকবর হোসেন।
গাইবান্ধা সংবাদদাতা: গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক গাইবান্ধার খবরের ২০ বছর পূর্তি অনুষ্ঠান স্থানীয় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ব্যাংকার খায়রুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন পত্রিকার সম্পাদক প্রকাশক ও দৈনিক সংগ্রামের গাইবান্ধা জেলা প্রতিনিধি খন্দকার শাহ্ মো: জোবায়ের আলী ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জহির ইমাম ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা আমীর সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম সরকার ।আরো বক্তব্য দেন দৈনিক মধুকরের সম্পাদক কে এম রেজাউল হক,গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন,শহর জামায়াতের আমির এ কে এম অধ্যাপক ফেরদৌস আলম,গাইবান্ধা প্রেসক্লাবের সেক্রেটারি ইদ্রিস উজ্জামান মোনা,পত্রিকার সহকারী সম্পাদক সাইদুর রহমান ও নজরুল হক মঞ্জু প্রমুখ।