চুয়াডাঙ্গা সংবাদদাতা: বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় শহরের ম্যাগপাই চাইনিজ রেস্তোরাঁয় ল’ইয়ার্স কাউন্সসিলের জেলা সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ল’ ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর রুহল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, এ্যাডভোকেট ইকরামুল হক, এ্যাডভোকেট সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ, এ্যাডভোকেট তুহিন আহমেদ, এ্যাডভোকেট বেলাল হোসাইন বাদল প্রমুখ।