গোপালপুর (টাঙ্গাইল)সংবাদদাতা : টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা পূর্ব পাড়া এলাকার “সাতারকান্দি–হাদিরা” নামক গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটির আইডি: ৩৯৩৩৮৪০৫১। এলাকাবাসী জানিয়েছেন, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন সাধারণ মানুষসহ শিক্ষার্থী, রোগী, কৃষক এবং ধর্মপ্রাণ মুসল্লিদের নানান ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রায় ৭০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি আব্দুর রহিম তালুকদারের বাড়ির সামনে থেকে শুরু হয়ে উত্তর পাড়া জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত। রাস্তার দুই পাশে জনবহুল গ্রাম এবং বিস্তীর্ণ কৃষিজমি রয়েছে। বর্ষা মৌসুমে তিনটি পুকুরের পাশ ঘেঁষে থাকা এই কাঁচা রাস্তাটি ভেঙে গিয়ে কর্দমাক্ত হয়ে পড়ে এবং প্রায় সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।
কৃষিজীবী মানুষের দুর্ভোগ চরমে : এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিনির্ভর। তাদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তার কর্দমাক্ত ও ভাঙা অবস্থার কারণে পণ্য পরিবহন করতে গিয়ে গাড়ি, ভ্যান কিংবা অটোরিকশা প্রায়ই কাদায় আটকে যায়। এতে কৃষকদের সময়, শ্রম ও অর্থসবকিছুতেই ক্ষতি হচ্ছে। অনেক সময় পচনশীল পণ্য সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় বিক্রির সুযোগও হাতছাড়া হয়।
শিক্ষার্থীদের ও ধর্মপ্রাণ মুসল্লিদের ভোগান্তি : প্রতিদিন এই রাস্তাটি দিয়ে বহু শিক্ষার্থী নিকটবর্তী স্কুলে যাতায়াত করে। কিন্তু বর্ষার সময় পানি আর কাদার কারণে তাদের স্কুলে পৌঁছাতে হয় প্রচ- কষ্টে। অনেকে পড়ে গিয়ে আহতও হয়। স্কুলপোশাক ও বইখাতা নষ্ট হওয়া তো নিত্যদিনের ঘটনা। এতে করে শিক্ষার্থীদের মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে এবং তারা স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে।