চুয়াডাঙ্গা সংবাদদাতা : মাছ রক্ষায় পাকুরের চারপাশের বেড়ায় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চুয়াডাঙ্গার সদর উপজেলার ঝাঁঝরি গ্রামের মাঝেরপাড়ার সাহেব আলীর ছেলে চান মিয়া (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, একই এলাকার রজব আলীর ছেলে আব্বাস আলী ঝাঁঝরি গ্রামে কেরু এ্যান্ড কোম্পানীর একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। মাছ চুরি ও প্রাণীতে মাছ খেতে না পারে সেজন্য আব্বাস পুকুরের চারপাশ জিআই তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এদিন সকালে চান মিয়া পুকুরের পাশ দিয়ে কৃষিকাজে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।