হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : গত ২৩ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক স্থানে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।
একটি স্থানে একজন এক্সকেভেটর চালককে হাতে-নাতে আটক করা হয় এবং অপর একজন ব্যক্তি দোষ স্বীকার করেন। দোষ স্বীকারকারী ব্যক্তির নাম নোমান শরীফ, পিতা: শের আলী, স্থায়ী ঠিকানা চৌমুহনী, নোয়াখালী। তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।