DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

কালিয়াকৈরে তুচ্ছ ঘটনায় মহাসড়ক অবরোধের প্রবণতা যানজট-ভোগান্তি বাড়ছে

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনায় পোশাক কারখানায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের প্রবণতা বাড়ছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এঘণ্টা পর পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
DailySangram-Logo

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনায় পোশাক কারখানায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের প্রবণতা বাড়ছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এঘণ্টা পর পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার সকালে কারখানা শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়তে হয় মহাসড়কে যাতায়াতকারীদের। সকাল ১০টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয ।

শ্রমিকরা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত গ্লোবাস গার্মেন্টস লিমিটেড কারখানায় এক শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তাদের আন্দোলনের ফলে আশপাশের অন্তত ১০ টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

জানা গেছে. গত শনিবার মৌচাকের গ্লোবাস গার্মেন্টস লিমিটেড কারখানায় কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে ওই কারখানার স্টাফরা। এরপর শ্রমিকরা কারখানার ভেতর আন্দোলন শুরু করেন। মারধরের ঘটনার পর কর্তৃপক্ষ ৩ দিনের ছুটি ঘোষণা করেন। মঙ্গলবার সকালে শ্রমিকরা সংগঠিত হয়ে কারখানা খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়কের পাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে অন্য শ্রমিকদের তাদের সাথে আন্দোলনে যোগদানের জন্য আহ্বান জানায়। পরে তারা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দুই পাশে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। তাদের আন্দোলনের কারণে মহাসড়কের আশপাশের সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকে। যৌথ বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।