সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষকে কম্বল দিয়েছে জেলা প্রশাসক।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টায় শহরের রেলওয়ে স্টেশনে ও বাসটার্মিনাল রাত্রিযাপন করা শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়। রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও বাসটার্মিনালে শুয়ে থাকা শীতার্ত অসহায় মানুষের গায়ে কম্বল তুল দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেমা তাকলিমা, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভূইয়া প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমরা এ পর্যন্ত প্রতি উপজেলায় ৬ লাখ করে প্রাথমিকভাবে ৩৬ লাখ টাকার কম্বল পেয়েছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসাররা বিতরণ করেছে। এর বাহিরে আমরা সাড়ে সাত হাজার কম্বল পেয়েছি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সেটা বিতরণ চলছে।