মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট গুলীতে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি (৩৪) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন (২২) নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলার আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. হেদায়েত কোরাইশ। সে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত ছিলেন। দলের কাউন্সিলের সময় তার পোষ্টারের অনেকেই চোখে পড়ে। হেদায়েত মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার নজরুল ইসলামের ছেলে। সে গত ৪ আগস্ট মাগুরায় স্বৈরাচার হটাও আন্দোলনে স্বৈরাচারের দোসরদের গুলিতে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাবাবী ও চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন হত্যা মামলা দুটির ৯ নম্বর আসামী। পুলিশ তাকে মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। জুলাই-আগস্টের ঘটনায় হওয়া আরও একটি মামলায় আসামী হিসেবে তার নাম রয়েছে।