বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দলী ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সুন্দলী বাজারে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে হিন্দু সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে সনাতন সম্প্রদায়র কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী, সাহিত্যিক ও গবেষক এডভোকেট গাজী এনামুল হক, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডা. জগদীশ বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি গভীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সকল মানুষের দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলেই এ দেশের সমান নাগরিক। আমরা বিশ্বাস করি, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি দৃঢভাবে আশ্বাস দিচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, সম্মান ও অধিকার রক্ষায় আমরা সর্বদা পাশে থাকব।

তিনি আরো বলেন, আমরা দৃঢভাবে বিশ্বাস করি দেশে একটি গ্রহণযোগ্য, অংশ গ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা অপরিহার্য। একই সঙ্গে জনগণের সত্যিকারের মতামত প্রতিফলিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে, যাতে প্রতিটি ভোটের মূল্য মর্যাদা পায়।

এছাড়া সকল দলের জন্য সমান সুযোগ ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রশাসনকে নিরপেক্ষ রাখা, হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করা এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ সৃষ্টি করলেই সামনে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে।

দেশ,গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার স্বার্থে এই পাঁচ দফা বাস্তবায়ন করে নির্বাচন তফসিল ঘোষণা আমরা বিশ্বাস করি।

অধ্যাপক গোলাম রসুল সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশে এখনো উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। দুর্বৃত্তরা এসব অস্ত্র দিয়ে সাধারণ মানুষ এবং র্প্রাথীদেরকে হুমকি দিচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচনের আগে এসব অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। জনগণ যেন ভয়ভীতি ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারে এটি সরকারকে নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।

তিনি এলাকার সমস্যানিয়ে বলেন, যশোরের মানুষের দীর্ঘদিনের দুঃখ ভবদাহের পানি আটকে থাকা। এই সমস্যা শুধু মুসলমানের নয়, সনাতন ধর্মাবলম্বীসহ সকল মানুষের। আমরা ক্ষমতায় গেলে রাজনৈতিক প্রতিশ্রæতি হিসেবে ভবদাহ সমস্যার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ অগ্রধিকার দেওয়া হবে। নদী পুনঃখনন, নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্লান গ্রহণ করে মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করা হবে।

তিনি আগামী জাতীয় নির্বাচনে সকল সম্প্রদায়র মানুষের শান্তিপূর্ণ বাস্থান, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই দেশ কারও একার নয় এটি আমাদের সবার। শান্তি, উন্নয়ন ও সৌহার্দ্যের বাংলাদেশ গঠনে চলতি নির্বাচনে আপনাদের সমর্থন প্রত্যাশা করি।

বিশেষ অতিথির বক্তব্য ,এডভোকেট গাজী এনামুল হক বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় শত শত বছর ধরে এ ভূখÐে বসবাস করছে। তাঁদের সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে ও রাজনৈতিকভাবে আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো সংকটে, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে, আপনাদের জমি বাড়ির নিরাপত্তা, ধর্মীয় উৎসবের সুষ্ঠু পরিবেশ সকল ক্ষেত্রেই আপনাদের স্বার্থ রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করব। আমাদের রাজনীতি বিভাজন নয়, বরং সম্প্রীতি, সমতা ও মানবতার উপর প্রতিষ্ঠিত।

তিনি ভবদাহ সমস্যাকে এ অঞ্চলের মানুষের জন্য অভিশাপ উল্লেখ করে বলেন, সম্মেলনে অন্যান্যদের বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস,অভয়নগর থানা আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক মহিবুল ইসলাম, মনিরামপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক অধ্যাপক ফজলুল হক , আরোও উপস্থিত ছিলেন যশোর ৪ নির্বাচনী আসনের পরিচালক অধ্যাপক মশিউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু চিত্তরঞ্জন বিশ্বাস এবং বাবু কালিদাস দাস।

অনুষ্ঠানে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের সম্মান, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান। সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।