সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রমজাননগরের প্রগতি সেবা কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২০ জন নারী অংশগ্রহণকারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার (রাইট টু ফুড অ্যান্ড লাইফলিহুড) অমিত রঞ্জন দে। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, চাইল্ড স্পন্সরশীপ অফিসার (এলআরপি-৫৪ প্রকল্প) সমিরন বিশ্বাস, এনজিও প্রতিনিধি অষ্টমী মালা, প্রগতি প্রকল্পের কৃষি কর্মকর্তা নাজমুস সাকিবসহ একশনএইড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা।