সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, “শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শ্রমিক নেতা মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নূর হোসেন এবং সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন।

এছাড়া আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকানিয়া উপজেলা সভাপতি মো. ইউনুস, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।