মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল এবং ২টি হ্যামকো ব্যাটারিসহ ১৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি আভিযানিক দল পতেঙ্গা বহির্নোঙরে বিশেষ অভিযান চালায়। এ সময় দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার শুল্ককর ফাঁকি দেওয়া মালামাল জব্দ এবং ১৩ পাচারকারীকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তি, পণ্য ও পাচারে ব্যবহৃত বোট সদরঘাট নৌ-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
ফটিকছড়িতে মায়া হরিণ সাবক উদ্ধার চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর
ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে মা হারা একটি মায়া হরিণ এর সাবক উদ্ধার হয়েছে। পরে সাবকটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ২৯ জুন সকালে উপজেলার সুয়াবিল শোভনছড়ি বন থেকে মায়া হরিন সাবকটি লোকালয়ে আসলে স্থানীয় সচেতন তরুণ আব্দুল কুদ্দুছ সাবকটি উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সাথে যোগাযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী পরবর্তীতে প্রাথমিক পরিচর্যা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সাথে যোগাযোগ করলে হরিণ শাবকটি এমুহূর্তে মাহীন অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছাড়লে জীবন বিপন্ন হতে পারে মতামত দিলে চিকিৎসা এবং রক্ষণের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে চিড়িয়াখানায় প্রেরণ করা হয়েছে।
সচেতন তরুণ আব্দুল কুদ্দুছকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।