চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ গ্রামে ভৈরব নদের পাড় ও খাস জমিতে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভ নামে একটি সংগঠনের উদ্যোগে তালবীজ রোপণ করা হয়েছে।

গতকাল সোমবার ৬ অক্টোবর সকাল সাড় ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তালবীজ রোপণ কার্যক্রম চলে। ভৈরব নদের পাড়সহ খাস জমিতে প্রায় ২ হাজারটি তালবীজ রোপণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রোপণ কর্মসূচি উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কে.এইচ.তাসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, নাটুদহ ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় প্রধান অতিথি কে.এইচ. তাসফিকুর রহমান বলেন,নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের তীরবর্তী পাড় ও প্রায় ১৫ একর খাস জমির সীমানা রেখা বরাবর তালবীজ রোপণ করা হচ্ছে। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠন কে ধন্যবাদ জানায় যে, তারা এত বিপুল পরিমান তালবীজ রোপণ করছে। এ জেলা বর্তমানে বজ্রপাত প্রবণ জেলা। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটার আগে আমাদের ব্যবস্থা নিতে হবে। বজ্রপাত থেকে রেহাই পেতে বেশি বেশি তালগাছ রোপণ করার ক্ষেত্রে আমাদের উদ্যোগ নিতে হবে।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, এই তাল গাছ শুধু বজ্রপাত নিরোধকই নয় বেশ কয়েকটি বিপন্ন প্রাণীর আবাস ও খাদ্যের যোগান দাতা।

এ সময় বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সদস্য হাসানুজ্জামান রিগ্যান, জিসান, সতেজ, আনাছ, বায়জিদ, ইয়ামিন, নীরব, রিয়াজুদ্দিন, নীরব-২, আব্দুল্লাহসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।