ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনটি সিলিং ফ্যান হস্তান্তর করেন এনডিএফ যশোর জেলা শাখার সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডা. মো. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ ডা. মো. শের আলী, ডা. মোহাম্মদ আলী, ডা. শাপলু, ডা. মো. জসিম উদ্দিন প্রমুখ।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়াত ফ্যানগুলো গ্রহণ করে ন্যাশনাল ডক্টরস ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা সকল ডাক্তার, নার্স ও স্টাফ সর্বদা সচেষ্ট। এমন সহযোগিতা আমাদের কাজকে আরও সহজ করে দেয়।

এসময় ডা. শরীফুজ্জামান রঞ্জু বলেন, “হাসপাতালের যে কোনো প্রয়োজনে ও সংকটে ন্যাশনাল ডক্টরস ফোরাম পাশে থাকবে ইনশাআল্লাহ। চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।