বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সাবেক আমীর মাষ্টার মকসেদুর রহমান আজ ১৮ অক্টোবর বিকাল ৫ টায় বাধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গিয়েছেন।

তার জানাজার নামাজ আগামীকাল ১৯ অক্টোবর সকাল ৯ টায় বাগাতিপাড়া উপজেলার মুন্সিপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়ে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

বাগাতিপাড়া উপজেলার সাবেক থানা আমীরের মৃত্যুতে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান এক শোক বানী দিয়েছেন।

শোক বানীতে নেতৃবৃন্দ বলেন, মাষ্টার মকসেদুর রহমান জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলার আমীর হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ইসলামের যোগ্য দায়ী ছিলেন। আমৃত্যু তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজ করে গেছেন। আল্লাহ যেন তার সমস্ত নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।