নীলফামারী সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী-৩ (জলঢাকা) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ও জেলা মজলিসের শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি টানা গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ সম্পন্ন করা হয়। ডাউয়াবাড়ি ইউনিয়নের ২, ৩, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় দাঁড়িপাল্লা মার্কার শ্লোগানে শ্লোগানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন, ওবায়দুল্লাহ সালাফি। গণসংযোগ চলাকালে তিনি পিয়ার পদ্ধতিতে জনগণের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা কর্মসূচি এবং দাঁড়িপাল্লা মার্কার লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে অন্যায়ের স্থান নেই, থাকবে জনগণের অধিকার ও মর্যাদা। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ গঠনে কাজ করবো, ইনশাআল্লাহ। জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিচ্ছবি আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর। আপনারা দোয়া করুন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফের পক্ষে রায় দিন। গণস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ কেউ হাতে লিফলেট, কেউ গলায় দাঁড়িপাল্লা লেখা ফিতা, কেউবা উচ্চস্বরে শ্লোগান দিচ্ছেন প্রিয় প্রার্থী মাওঃ ওবায়দুল্লা সালাফির নামে। নারী-পুরুষ, তরুণ-যুবক, বৃদ্ধ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এলাকা যেন পরিণত হয় নির্বাচনী উৎসব মুখর পরিবেশ। গণসংযোগে উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি সহ নেতা কর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন।