উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

জুমার নামাযের পরে বায়তুল মোকাররমসহ অন্যান্য মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় করেন ইমামরা। এছাড়া এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। শোকাহত পরিবারদের শোক সহ্য করার দোয়া করা হয়। এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সারাদেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মুনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়।