রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : আইনি লড়াইয়ে জয়ী হয়ে প্রার্থিতা বহাল রাখলেন কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। তার মনোনয়নপত্রের বৈধতাকে চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর ছেলের দায়ের করা আপিলটি শুনানি শেষে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ। এর ফলে নির্বাচনী মাঠে মোস্তাকের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আর কোনো আইনি বাধা রইল না।
গত ১৭ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই রায় প্রদান করা হয়।
গত ৯ জানুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের বড় ছেলে ডা. মোহাম্মদ আলী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে একটি আপিল দায়ের করেন। অভিযোগে বলা হয়েছিল, মোস্তাফিজুর রহমান মোস্তাক তার দাখিলকৃত হলফনামায় বিএডিসি-এর একটি সক্রিয় সার ও বীজ ডিলার লাইসেন্সের তথ্য গোপন করেছেন। অভিযোগকারী দাবি করেছিলেন, এটি গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর স্পষ্ট লঙ্ঘন এবং এই তথ্যের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল হওয়া উচিত।
শুনানি চলাকালে জামায়াত প্রার্থীর আইনজীবীরা হলফনামার তথ্যের স্বচ্ছতা এবং অভিযোগের অসারতা প্রমাণে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, প্রার্থিতা বাতিলের পক্ষে উত্থাপিত অভিযোগ ও যুক্তি কমিশনের কাছে টেকসই প্রমাণিত না হওয়ায় আপিল বিভাগ আবেদনটি নামঞ্জুর করেন। সকল জল্পনার অবসান ঘটিয়ে কমিশন মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বৈধভাবে বহাল রাখার আদেশ দেয়।