বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম বা অবৈধ হস্তক্ষেপ ঘটলে কাক্সিক্ষত রাষ্ট্রগঠন ব্যাহত হতে পারে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সাথে সংযোগ জোরদার করে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে হবে এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে। বুধবার (৭ জানুয়ারি) সকালে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

কপিলমুনি ইউনিয়ন সভাপতি ডা. সরদার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল কুদ্দুসের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কর্ম পরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, ছাত্রশিবিরের খুলনা দক্ষিণ জেলার সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জি এম বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, পাইকগাছা পৌরসভা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আসাদুল আল হাফিজ, পাইকগাছা উত্তর থানার সেক্রেটারি ইয়াসিন আরাফাত, কপিলমুনি ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মো. ওবায়দুল ইসলাম, আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মো. রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি মো. ইমরান নাজির, প্রচার সম্পাদক মো. জামাল হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি শামীম বিশ্বাস, সেক্রেটারি আসাদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. আমিরুল ইসলাম, সেক্রেটারি ডা. হাশেম আলী, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সব সমস্যার সমাধানে নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব উপহার দেবে ইনশাআল্লাহ।