তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনের অংশ হিসাবে অদ্য ০৬ অক্টোবর নেত্রকোণা জেলার মেছুয়া বাজারে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকআব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে নেত্রকোণা সভায় বাজারে আগত ক্রেতা, ভাসমান ও স্থায়ী বিক্রেতা, মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি এর সাথে নিষিদ্ধ ঘোষিত পলিথিন- পলিপ্রপাইলিনের তৈরি শপিং ব্যাগ বর্জন, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পরিহার ও বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সভায় পলিথিন- পলিপ্রপাইলিনের তৈরি শপিং ব্যাগ এর বিকল্প হিসাবে ছালা বা চটের ব্যাগ, কাপড়ের তৈরি ব্যাগ, একাধিকবার ব্যবহার করা যায় এমন ব্যাগ ব্যবহারে উৎসাহ প্রদান করা হয়। দৈনন্দিন কাজে বাজারে সৃষ্ট ময়লা-আবর্জনা পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার বিষয়েও সকলকে সচেতন করা হয়। সভা শেষে বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ ও ব্যানার টানানো হয়।