সুনামগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত পেতে ও সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে আন্দোলনে যাবে জামায়াত। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান গত শনিবার ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের তাহিরপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের দ্বায়িত্বশীল সমাবেশে একথা বলেন।

তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, জসিম উদ্দিন, সেলিম হায়দার,শফিকুল ইসলাম, সাজিনুর মেম্বার প্রমুখ।

পলাশবাড়ী (গাইবান্ধা) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের ছাত্র ও যুব বিভাগের উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিএনপি

রংপুর অফিস ঃ ‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ শ্লোগান নিয়ে তিস্তা মহপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবীতে বিএনপি রংপুর বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী টানা ৪৮ ঘন্টার কর্মসূচী ঘোষনা করা হয়েছে।

গত শনিবার রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষনা করেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে বিকেলে লালমনিরহাটে আয়োজিত সমাবেশে দলের ভাইস চেয়ারম্যন সামসুজ্জামান দুদু এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।