মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের দুই শিক্ষার্থী ও এক অভিভাবকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
গতকাল সোমবার সকালে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুরে উপস্থিত হন। প্রতিনিধি দলের সদস্যরা নিহতদের কবরস্থানে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা পৃথকভাবে নিহতদের পরিবারের বাড়িতে যান এবং সমবেদনা জানান। প্রথমে প্রতিনিধি দল নিহত শিক্ষার্থী আব্দুল মোবাশ্বির মাকিনের বাড়ি গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় যান। পরে তারা সায়মা আক্তারের বাড়ি গাজীপুর মহানগরের বিপ্রবর্থা এলাকায় এবং শেষে অভিভাবক নিহত আফসানা আক্তার প্রিয়ার বাড়ি কালিয়াকৈর উপজেলার মেডিআশুলাই গ্রামে যান।
প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিক জানান, দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনীর একটি বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। প্রয়োজনে কাউকে বিদেশে পাঠানো কিংবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার প্রয়োজন হলে একটি বিমান প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের যোগ্য সদস্যদের চাকরির ব্যবস্থা করার বিষয়েও প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিমান বাহিনী মানবিক দৃষ্টিকোণ থেকে সব ধরনের সহায়তায় অঙ্গীকারবদ্ধ।