মাগুরা সংবাদদাতা : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে মাগুরা মহিলা কলেজ সংলগ্ন সংস্কারকৃত পুকুর ও মিনি পার্কের উদ্বোধন করেছেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান। শনিবার ২২ নভেম্বর দুপুরে তিনি নব সংস্কার করা এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসন ও জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শিল্প সচিব উদ্বোধন স্থলে পৌঁছালে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এরপর তিনি পার্কের ফলক উন্মোচন করেন, মোনাজাতে অংশ নেন এবং পরে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

উদ্বোধন শেষে শিল্প সচিব পুরো পার্ক ঘুরে দেখেন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে আরও নান্দনিক গাছ লাগানো ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন।,