পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেনের পরিবারকে মানবিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ ইকবাল হোসাইন।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরি গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে টিনশেড ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তার ঘরের সব আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি অসহায় হয়ে পড়ে।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ ইকবাল হোসাইন। ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে সহায়তা তুলে দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মোহাম্মদ মফিজউদ্দীন, সদর আমীর সফিউল আলম, সেক্রেটারী সুলতান মাহমুদ, ইউনিয়ন সেক্রেটারী মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আবু সাঈদ, মনিরুল ইসলাম মোল্লা প্রমুখ।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ ইকবাল হোসাইন বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।