জামালপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুরের মেলান্দহ উপজেলা শাখার রুকন সম্মেলন সম্প্রতি উপজেলার সদর ইসলামিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের উপজেলা আমীর আলহাজ্ব মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে সেক্রেটারী মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ইসলামপুর আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. ছামিউল হক ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারী এড. আব্দুল আওয়াল, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য জামালপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজাদী। অন্যান্যদের মধ্যে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মো. রশিদুজ্জামান, উপজেলা নায়েব আমীর মাওঃ মো. শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মো. ফরহাদ রেজা পৌর আমীর শরাফত আলী ফারাজী বক্তব্য রাখেন।