দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার অধীনে সুন্দলপুর ইউনিয়নের উদ্যোগে এক দাওয়াতী, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারী জনাব সাইফুল ইসলাম শহীদ তিনি তার বক্তব্যে বলেন ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাওয়া এ নতুন বাংলাদেশকে গড়তে হলে সকলকে সংঘবদ্ধ হওয়া লাগবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর সমাজ বিনির্মাণে যে কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে সকলকে পাশে থাকার আহ্বান জানান। দশ পাড়ার বিশিষ্ট সমাজ সেবক আঃ বারেক ফকিরের উৎসাহে এলাকার শত শত জণগণ সভায় অংশগ্রহণ করেন এবং জামায়াতের আদর্শে মুগ্ধ হয়ে তারা জামায়াতে যোগদান করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আমীর জনাব মনিরুজ্জামান বাহলুল। সুন্দলপুর ইউনিয়নের আমীর মাও. নুরুজ্জামান খানের সভাপতিত্বে জনাব কাউছার আলমের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ,অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ। আরো বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদীন ,ইসমাইল হোসেন তালুকদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কাউসার আলম ,রফিকুল ইসলাম বেপারি ,সাইফুল ইসলাম গনি,আব্দুল গাফ্ফার,আব্দুল বারেক ফকির, পাঠক শ্রী ননী গোপাল পোদ্দার, মোঃ দ্বীন ইসলাম প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একটি কল্যাণমূখী, আদর্শ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দরকার একদল সৎ, নীতিবান আদর্শবান নেতৃত্ব ও কর্মী বাহিনী। সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব তৈরির জন্য জামায়াতে ইসলামী তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার (১১ এপ্রিল ) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াত আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমা, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মাওলানা আশরাফুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম। মাওলানা আবদুল মজিদ প্রমুখ।

সাদুল্লাপুর : গাইবান্ধা- ৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ি) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু গণসংযোগ করেছেন। শুক্রবার(১১ এপ্রিল) সকালে কেন্দ্রীয় সংগঠন ঘোষিত গণসংযোগ পক্ষ (১১-২৫ এপ্রিল) বাস্তবায়নে সাদুল্লাপুর উপজেলার মিরপুর বাজারে গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ফরিদপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারি মো. লিমন ও স্থানীয় দায়িত্বশীলসহ শিবির নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের যৌথ উদ্দ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুরবাজারে এই জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর শ্রীপুর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সাংবাদিক মিজান রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিলশাদ মিয়া, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, সাবেক শিবির নেতা গোলাম কিবরিয়া, ব্যাবসায়ী নেতা ফরিদ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, জামায়াত নেতা খায়রুল বাশার প্রমুখ।

সাপাহার (নওগাঁ): নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী সাপাহার উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমের গণসংযোগ।

দেখে গেছে তিনি কেন্দ্রীয় ভাবে দলীয় নির্দেশনা পাওয়ার পর থেকেই ৪৬ নওগাঁ -১ আসনের অন্তর্ভুক্ত সাপাহার,পোরশা ও নিয়ামতপুরে ক্রমান্বয়ে গণসংযোগ করে চলেছেন। এই তিন উপজেলায় দলের হয়ে প্রোগ্রামের পর প্রোগ্রাম ও মানুষের দ্বারে দ্বারে দৌড়ে বেড়াচ্ছে। তিনি জাত,ধর্ম নির্বিশেষে সকলের সাথে দেখা করছেন। খোঁজ খবর নিচ্ছেন এলাকার হতদরিদ্র মানুষের। শুধু এমপি মনোনয়ন পাবার পরে না বরং আগে থেকেই জনবান্ধব একজন সৎ, নিষ্ঠা ও আদর্শের জন্য সর্ব মহলের মনে জায়গা করে নিয়েছেন। তার ন্যায়-নিষ্ঠার অনেক নজির রয়েছে যা অনেকেই যানে। যার ফলে সর্বমহলে সুনাম রয়েছে অধ্যক্ষ মাহবুবুল আলমের।

এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম জানান, ইসলামী আইনে দেশ পরিচালনা করতে বদ্ধপরিকর বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতা রক্ষা করতে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মাঠে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ইসলামী আইনে দেশ পরিচালিত হলে দেশের মানুষ শান্তিতে থাকবে দুর্নীতি, ঘুষ ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে সকলে বিরত থাকবে কোরআনের আলোকে দেশে শাসন ব্যবস্থা থাকলে মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকবে। তাই আসুন সকলে আমরা কাঁধে কাধ মিলিয়ে ইসলামী শরীয়া মতে দেম পরিচালিত করতে ইসলামের দাওয়াত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

বরিশাল : বরিশাল পেশাজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল (শুক্রবার) বিকেলে বিভাগীয় গণগ্রন্থাগার হলরুমে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং প্রধান আলোচক ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহম্মদ বাবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ফয়সাল হোসেন রাহাত, ববি’র বায়োসায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ড. হাফিজ আশ্রাফুল হক, সরকারী ফজলুল হক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব, বিএম কলেজ ইসলামিক স্টাডিজের সাবেক বিভাগীয় প্রধান ড. মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবী ফোরামের সেক্রেটারি তৈয়বুর রহমান আযাদ। অনুষ্ঠানের শুরুতে সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ সভাপতি আঃ মান্নান। ঈদের সঙ্গীত পরিবেশন করেন শহীদুল্লাহ্ হাদী। অনুষ্ঠানে পেশাজীবী ফোরামের কয়েক’শ সদস্য অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার সমন্বয় ও ঈদ পূনর্মিলনী সভা অদ্য ১১/০৪/২০২৫ তারিখ, শুক্রবার আসরের নামাজের পর-পরই, মুজাহিদ কমপ্লেক্স, চাঁদমারি, বরিশাল-এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার মুহতারাম সভাপতি উপাধ্যক্ষ মাও: সিরাজুল ইসলাম, উক্ত বৈঠকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে প্রতিদিনই বাড়ছে ইসরাইলী হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে নেত্ববৃন্দ বক্তব্য প্রদান করেন এছাড়া অদ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা ও পুর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম,জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সহ-সভাপতি শামসুল আলম মিলন, জেলা সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা কাউসারুল ইসলাম, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুফতি ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম, দপ্তর সম্পাদক মাওলানা আবুল খায়ের, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, সদস্য মাস্টার নুরুল হক, সদস্য হুমায়ুন কবির,সদস্য মাওলানা ইব্রাহিম মৃধা প্রমুখ।