গাজীপুর মহানগর সংবাদদাতা: ইসলামের নৈতিক শিক্ষার উপর নিজেকে অবিচল ও প্রতিষ্ঠিত করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি গতকাল বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, গাজীপুর মহানগর কর্তৃক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। গাজীপুর মহানগরীর একটি মিলনায়তনে, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ জাকির হোসাইনের সঞ্চালনায়, উক্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদুল ইসলাম মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সফলতা অর্জন করায় আজকের এতো সুন্দর আয়োজনে ও মনোরম পরিবেশে সংবর্ধনায় অতিথি হিসেবে আসতে পেরেছেন। এই পথচলা এখানেই যেনো শেষ হয়ে না যায় বরং আপনাদের আরোও দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করতে হবে। আপনাদের সব সময় মনে রাখতে হবে, এই সফলতা শুধুমাত্র দুনিয়াবি সফলতা। প্রকৃত সফলতা হচ্ছে শিক্ষার্জন করে পরকালের পথ সহজ করা এবং ভয়াবহ কিয়ামতের ময়দানে মহান রাব্বুল আলামিনের নিকট নিজেকে নিরাপদ রাখা। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, অবশ্যই ইসলামী মূল্যবোধ ও আদর্শিক শিক্ষার্জন করতে নিজেকে উজাড় করে দিয়ে চেষ্টা করে যেতে হবে। তিনি বলেন, স্বপ্ন নিয়ে এগিয়ে চলতে হবে,কিন্তু সফলতা দেয়ার মালিক মহান রাব্বুল আলামিন। তাই সব সময় আল্লাহ রাব্বুল আলামীনের নিকট সফলতার জন্য প্রার্থনা করতে হবে। চলার পথে বন্ধু বা সঙ্গী যাচাই বাছাইয়ের ক্ষেত্রেও সৎ সঙ্গী বাছাই করার পরামর্শ দিয়ে তিনি বলেন, বন্ধুদের সঙ্গ, নৈতিক মূল্যবোধ অর্জনে সহায়ক ভূমিকা রাখে। তাই বন্ধু বাছাইয়ের ক্ষেত্রেও সচেতন হতে হবে। জাগতিক জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামের নৈতিক শিক্ষার উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে সপে দেয়া যায়। পিতা মাতার প্রতি সদাচরণ,পরিবার ও সমাজের ব্যাপারেও সচেতন হওয়ার আহবান জানান। উক্ত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, গাজীপুর মেট্রো থানা আমীর এবং গাজীপুর-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. মুহাম্মদ রেজওয়ানুল হক, সাবেক সচিব, গাজীপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শাহ আলম বকশিসহ ছাত্রশিবির গাজীপুর মহানগরের দায়িত্বশীলবৃন্দ। উক্ত অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৬শতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, বই ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
গ্রাম-গঞ্জ-শহর
ইসলামী নৈতিক শিক্ষার উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ----মুহাম্মদ জাহিদুল ইসলাম
ইসলামের নৈতিক শিক্ষার উপর নিজেকে অবিচল ও প্রতিষ্ঠিত করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম