গ্রাম-গঞ্জ-শহর
নেতৃবৃন্দের শোক
সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনের ইন্তিকাল
লক্ষ্মীপুর-৪ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ (৫৭) গত ১০ মার্চ সোমবার রাতে ঢাকায় নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার ভাতিজা ও লক্ষ্মীপুর সরকারি
Printed Edition
লক্ষ্মীপুর-৪ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ (৫৭) গত ১০ মার্চ সোমবার রাতে ঢাকায় নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার ভাতিজা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনের মৃত্যুতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম শোক প্রকাশ করেছেন।
মরহুম নাজিম উদ্দিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার নির্বাচিত হন। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে তাকে রামগঞ্জ উপজেলার ভাদুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী জানান, নাজিম উদ্দিন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।