স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে ৭ দফা দাবির পক্ষে সোমবার(২৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে প্রধান উপদেষ্টার নিকট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন এবং সদস্য সচিব প্রকৌশলী ফারুক আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।

এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন, আইডিইবির গাজীপুর জেলা সভাপতি প্রকৌশলী ইব্রাহিম খলিল, জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি ইসহাক দিপু,ছাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান,ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান,প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহাবুল আলম,প্রকৌশলী আবসার উদ্দিন।

পোনা মাছ অবমুক্তি

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১১.০০ঘটিকায় বাজিতপুর উপজেলা দিঘিরপাড় পাটুলি ঘাটে এই কাযক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম।

প্রধান অতিথি মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা মৎস্য অফিসার,কিশোরগঞ্জ।আশরাফুল ইসলাম রিয়েল,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,বাজিতপুর।মঞ্জুরুল হক হ্যাচারি অফিসার সহকারি মৎস্য অফিসার বাজিতপুর,আব্দুল হাই সহকারী মৎস্য অফিসার বাজিতপুর।

কমিটি গঠন

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লার চান্দিনা উপজেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া’কে আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা মো. মাজহারুল হককে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সদস্য আ. রাজ্জাক, মো. আ. কাদের, মো. মফিজ উদ্দিন, মিঞা আ. হক।

ডিমলা নীলফামারী সংবাদদাতাঃ নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। ২৫ আগস্ট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সমাপনী

নড়াইল : আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আনসার-ভিডিপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স ওআইসি মো: নূরুল আবছারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ^াস। আরো উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার,লোহাগড়া উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।

মতবিনিমিয় সভা

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এমএ গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী বাগমারা প্রেস ক্লাবে বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

এ সময় তিনি বলেন, আমার আমি ও আমার সন্তান কোন টাকা পয়সার লোভে এমপি নির্বাচন করছি না। দুনীর্তিমুক্ত বাগমারাকে গঠন করবো।