শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: চলাচলের পথ সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগরে ছুরিকাঘাতে মোঃ গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন জাবাখালি গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম ও রেজাউলদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে গোলাম হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উভয় পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিযুক্তরা ইউনিয়ন পরিষদে উপস্থিত হননি। পরবর্তীতে আইন অমান্যের অভিযোগে গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন।